SS TV live
SS News
wb_sunny

Breaking News

ঠাকুরগাঁওয়ে এই প্রথম ৩ জন করোনা রোগী সনাক্তসুমনা  সাথী : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২ জন ও পীরগঞ্জ উপজেলায় এক জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: মো: মাহাফুজুর রহমান সরকার।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুজন ও পীরগঞ্জ উপজেলায় একজন মোট তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত এ জেলা থেকে ৮৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

আক্রান্ত ব্যাক্তিরা নারায়নগঞ্জ জেলা থেকে সম্প্রতি নিজ জেলায় এসেছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে তাদের বসবাসরত গ্রাম লকডাউন করা হয়েছে। এ জেলা থেকে প্রথম করোনায় আক্রান্ত হলো।

এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছে। তাদের চিকিৎসায় চিকিৎসকরা তৎপর রযেছে। তবে আতংকিত না হয়ে সকলকে সচেতন হয়ে হোম কোয়ারেইন্টেনে থাকার পারামর্শ দেন তিনি।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন