সুমনা সাথী : বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে চাল বিক্রি করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে এক চাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী বাজারে চাল ব্যবসায়ী রবিউল ইসলাম (৪২)কে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তূজা, সাংবাদিক জয় মহন্ত অলক, পেশকার বজলুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, দেশের বর্তমান পরিস্থিতর মধ্যেও খোচাবাড়ীহাটে এক চাল ব্যবসায়ী বাজার মূল্যের চেয়েও অধিক মূল্যে চাল বিক্রি করছেন এমন অভিযোগ পেয়ে পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হই। এসময় অভিযুক্ত চাল ব্যবসায়ী রবিউলের অধিক মূল্যে চাল বিক্রি করার প্রমাণ পাওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করে পরবর্তীতে তিনি আর কখনো বাজার মূল্যে অধিক দরে চাল বিক্রি করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন