দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২১ জন। এছাড়াও নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৩৪ জন।
আজ শনিবার এক ভিডিও বার্তায় মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, দেশে গত ২৪ ঘন্টায় ১২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ১৩৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। মোট শনাক্তের সংখ্যা ৬২১।এছাড়াও নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৩৪ জন।
একটি মন্তব্য পোস্ট করুন