কেন্দুয়া প্রতিনিধিঃ করোনা মহামারীতে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণির মানুষও পরেছে চরম সমস্যায়।তাই ন্যায্য মূল্যে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কেন্দুয়ার হিমালয় ফাউন্ডেশন। অনলাইন সেবা নিশ্চিত করতে ৫০জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২এপ্রিল) দুপুর হতে আনুষ্ঠানিক এ কার্যক্রম শুরু করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান। বুধবার হিমালয় ফাউন্ডেশন কমপ্লেক্স কেন্দুয়া কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে মিজানুর রহমান জানান,প্রাথমিক ভাবে নেত্রকোনা পৌরসভা ও কেন্দুয়া পৌরসভায় এ কার্যক্রম শুরু করছি,
ভোক্তাদের আগ্রহ পেলে আটপাড়া ও বারহাট্রা উপজেলাতেও এ কার্যক্রম বর্ধিত করা হবে। এ কার্যক্রমে নেত্রকোনায় এক শ এবং কেন্দুয়ায় ৫০জন কর্মী রয়েছে তারা আপনার ঠিকানায় ৩০ পন্যের খাদ্য সামগ্রী পৌঁছে দেবে।আমরা একটি লিফলেট দিচ্ছি, তাতে পণ্য তালিকা ও ১০ টি মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি ঘরে বসে ফোন করে চাহিদার পণ্য ক্রয় করতে পারবেন।এছাড়া ৫হাজার দরিদ্রদেরকে বিনামূল্যে সবজি দেওয়া হয়েছে। একার্যক্রম আগামী ঈদ পর্যন্ত চলবে। এছাড়া করোনা ভাইরাস যতদিন থাকবে ততদিন আমাদের খাদ্যসামগ্রী পৌছানোর সেবা অব্যাগত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন