লেখক সামির সরকার সবুজ
দৈনিক ভোরের সময় প্রতিনিধিঃঃ
সাংবাদিকদের বলা হয় খবরের মানুষ। খবর তাদের জীবন, কোনো কোনো ক্ষেত্রে খবরই তাদের জীবিকা। খবরের পিছু অবিরাম ছুটে চলাই তাদের কাজ। আর পাঠকদের কারো কারো মতে সকালে পত্রিকা ছাড়া মুখে এক কাপ চা মুখে যায়না। সকাল বেলা পত্রিকা পড়তে না পারলেই যেন সব কিছুই বৃথা।
অদৃশ্য শক্তির কাছে পৃথিবীর আজ পরাজিত, করোনা ভাইরাসের থাবায় বিশ্ব শাসন ব্যবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন দেশে দেশে চলছে লকডাউন, বন্ধ হয়ে গেছে অফিস আদালত কল কারখানা, এবং সে সাথে অনেক দৈনিক পত্রিকার ছাপাখানা, যে সাংবাদিকরা খবরের সন্ধানে ছুটে বেরিয়েছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত আর এখন অনেকটা ইচ্ছা থাকা সত্ত্বেও আগের মত কর্মব্যস্ততা নেই এখন তাদের,
কেউ আসেনি তাদের খোঁজ নিতে কিভাবে চলছে সাংবাদিকদের সংসার এবং পরিবার, এই করোনা মহামারীতে যেন সব কিছু ওলুট পালুট হয়ে গেছে,
দৈনিক ভোরের সময় প্রতিনিধিঃঃ
সাংবাদিকদের বলা হয় খবরের মানুষ। খবর তাদের জীবন, কোনো কোনো ক্ষেত্রে খবরই তাদের জীবিকা। খবরের পিছু অবিরাম ছুটে চলাই তাদের কাজ। আর পাঠকদের কারো কারো মতে সকালে পত্রিকা ছাড়া মুখে এক কাপ চা মুখে যায়না। সকাল বেলা পত্রিকা পড়তে না পারলেই যেন সব কিছুই বৃথা।
অদৃশ্য শক্তির কাছে পৃথিবীর আজ পরাজিত, করোনা ভাইরাসের থাবায় বিশ্ব শাসন ব্যবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন দেশে দেশে চলছে লকডাউন, বন্ধ হয়ে গেছে অফিস আদালত কল কারখানা, এবং সে সাথে অনেক দৈনিক পত্রিকার ছাপাখানা, যে সাংবাদিকরা খবরের সন্ধানে ছুটে বেরিয়েছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত আর এখন অনেকটা ইচ্ছা থাকা সত্ত্বেও আগের মত কর্মব্যস্ততা নেই এখন তাদের,
কেউ আসেনি তাদের খোঁজ নিতে কিভাবে চলছে সাংবাদিকদের সংসার এবং পরিবার, এই করোনা মহামারীতে যেন সব কিছু ওলুট পালুট হয়ে গেছে,
একটি মন্তব্য পোস্ট করুন