সোনারগাঁও সময় ডেস্কঃ সোনারগাঁও উপজেলা পরিষদ কার্যালয়ের প্রবেশ পথে জিবানু নাশক সুরঙ্গ স্থাপন করা হয়েছে।
বুধবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দূর্গাপ্রসাদ গ্রামের আলোর দিশারী সংগঠনের সভাপতি রানা খাঁন তার নিজস্ব অর্থায়নে এ সুরঙ্গ তৈরি করে দেন।
সংগঠনটির সভাপতি রানা খাঁন বলেন, খাঁন পরিবারের পক্ষ থেকে সোনারগাঁও থানা ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি সুরঙ্গ তৈরি করা হবে।
তিনি আরো জানান, সোনারগাঁও উপজেলা প্রশাসন, সোনারগাঁও থানা পুলিশ ও ডাক্তারা করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের সুরক্ষা এ সুরঙ্গ তৈরি করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, জিবানু নাশক সুরঙ্গ তৈরি করে খাঁন পরিবার প্রশংসনীয় কাজ করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন