SS TV live
SS News
wb_sunny

Breaking News

কর্মহীন মানুষের পাশে এবার চৈতী গ্রুপ।। সোনারগাঁও সময়।।


সোনারগাঁও সময় ডেস্কঃ করোনার প্রাদুর্ভাবে কবলিত দারিদ্র্য, অসহায় ও কর্মহীন মানুষের জন্য সোনারগাঁওয়ের টিপুরদী এলাকায় অবস্থিত চৈতি কম্পোজিটের উদ্যোগে ৪'শ ব্যাগ খাদ্য সামগ্রী সোনারগাঁও উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে  উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলামের কাছে এ ত্রান হস্তান্তর করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, লবন, সাবান ও পেয়াজ।

এসময় চৈতি কম্পোজিটের ডিজিএম এডমিন মিজানুর রহমান, ডিজিএম সিভিল বদরুল ইসলাম, এজিএম এডমিন মোশাররফ হোসেন, সেলিম, মুজিবুর রহমান, মাসুদ, দুলাল উপস্থিত ছিলেন।

চৈতি কম্পোজিটের ডিজিএম এডমিন মিজানুর রহমান বলেন, করোনার প্রাদুর্ভাবে কর্মহীনদের সহযোগিতার জন্য এ ত্রাণ দেওয়া হয়েছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন