SS TV live
SS News
wb_sunny

Breaking News

জামালপুরে আদারভিটা গ্রামীণ ব্যাংকের আওতায় সংগ্রামী সদস্যদের মাঝে ত্রান বিতরন

জামালপুর প্রতিনিধি       

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার  আদারভিটা গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে দুরত্ব বজায় রেখে ত্রান বিতরন করেন কর্মকর্তা বৃন্দ। বুধবার বেলা ১১ টায় গ্রামিণ ব্যাংক আদারভিটা শাখার আয়োজনে এ ত্রাণ  সামগ্রী বিতরণ করা হয়েছে। মোট উপকার ভোগির সংখ্যা ৮৫ জন, এ পর্যন্ত ২৫ জনকে বিতরন করা হয়েছে,পর্যায়ক্রমে বিতরন করা হবে, ২৬ শ টাকার ত্রাণ সামগ্রী যেমনঃ ৩০ কেজি চাল,৪ কেজি ডাল,সাবান৪ টি, লবন ২ কেজি ,পিয়াজ ৪ কেজি,২ কেজি তেল, আলু ৮ কেজি,এবং সাথে জনপ্রতি নগদ ৬০০ টাকা করে দেওয়া হয়েছে উপকারভোগীদের। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃহারুন রশিদ,সরিষাবাড়ি এরিয়া,প্রিন্সিপাল অফিসার  শাখা ব্যাবস্থাপক আদারভিটা মোঃআবুজাফর,সেকেন্ড অফিসার মোঃফরিদ হোসেনসহ সকল কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন