জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে দুরত্ব বজায় রেখে ত্রান বিতরন করেন কর্মকর্তা বৃন্দ। বুধবার বেলা ১১ টায় গ্রামিণ ব্যাংক আদারভিটা শাখার আয়োজনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মোট উপকার ভোগির সংখ্যা ৮৫ জন, এ পর্যন্ত ২৫ জনকে বিতরন করা হয়েছে,পর্যায়ক্রমে বিতরন করা হবে, ২৬ শ টাকার ত্রাণ সামগ্রী যেমনঃ ৩০ কেজি চাল,৪ কেজি ডাল,সাবান৪ টি, লবন ২ কেজি ,পিয়াজ ৪ কেজি,২ কেজি তেল, আলু ৮ কেজি,এবং সাথে জনপ্রতি নগদ ৬০০ টাকা করে দেওয়া হয়েছে উপকারভোগীদের। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃহারুন রশিদ,সরিষাবাড়ি এরিয়া,প্রিন্সিপাল অফিসার শাখা ব্যাবস্থাপক আদারভিটা মোঃআবুজাফর,সেকেন্ড অফিসার মোঃফরিদ হোসেনসহ সকল কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে দুরত্ব বজায় রেখে ত্রান বিতরন করেন কর্মকর্তা বৃন্দ। বুধবার বেলা ১১ টায় গ্রামিণ ব্যাংক আদারভিটা শাখার আয়োজনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মোট উপকার ভোগির সংখ্যা ৮৫ জন, এ পর্যন্ত ২৫ জনকে বিতরন করা হয়েছে,পর্যায়ক্রমে বিতরন করা হবে, ২৬ শ টাকার ত্রাণ সামগ্রী যেমনঃ ৩০ কেজি চাল,৪ কেজি ডাল,সাবান৪ টি, লবন ২ কেজি ,পিয়াজ ৪ কেজি,২ কেজি তেল, আলু ৮ কেজি,এবং সাথে জনপ্রতি নগদ ৬০০ টাকা করে দেওয়া হয়েছে উপকারভোগীদের। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃহারুন রশিদ,সরিষাবাড়ি এরিয়া,প্রিন্সিপাল অফিসার শাখা ব্যাবস্থাপক আদারভিটা মোঃআবুজাফর,সেকেন্ড অফিসার মোঃফরিদ হোসেনসহ সকল কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন