নিজস্ব প্রতিবেদকঃ মানবতা টানে রাত বিরাতে জনসেবা করে বেড়ানো একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী ও ছাত্রলীগ সহযোদ্ধাদের কে নিয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম উদযাপন করলেন সদ্য কোভিড-১৯ পজেটিভ হওয়া সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো: অমিত হাসান মিরাজের জন্মদিন।
বুধবার (২৯ এপ্রিল) উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকায় অমিতের নিজ বাড়িতে তার আম্মুকে নিয়ে ২৩ তম জন্মদিন পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।
তিনি জানান, স্বেচ্ছাসেবী হিসেবে অমিতের জন্য আমরা সবসময় আছি। আমরা তার আম্মুকে মানসিক ভাবে শক্তিশালী করতে ভিন্নধর্মী আয়োজনে তার জন্মদিন পালন করি।
উল্লেখ্য যে, কভিড-১৯ পরিস্থিতিতে সোনারগাঁওয়ের কয়েক শত স্বেচ্ছাসেবকদের মধ্যে অমিত ও একজন। করোনা প্রতিরোধে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে নিজেই করোনা পজিটিভ হয়েছেন গতকাল। করোনা আক্রান্ত হওয়ায় গতকালই তাকে তার নিজ আইসোলেটেড করা হয়েছে। পাশাপাশি তার সাথে যারা কাজ করেছেন তাদের কেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন