বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন ১৮২ জন।
এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ৮০৩।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫ জন।
বাংলাদেশে মোট মারা গেছেন ৩৯ জন।
গত ২৪ ঘন্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭০ জন।
এছাড়া বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নতুন তিনটি কোয়ারেন্টিন সেন্টার তৈরি হচ্ছে একটি বসুন্ধরা কনভেনশন সেন্টার, নর্থ সিটি করপোরেশনের পুরোনো ভবন ও ডিয়াবাড়িতে পুরোনো ভবন।
নতুন হাসপাতাল নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
বিশেষ করে বেসরকারি হাসপাতাল তালিকাভূক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
হাসপাতালে লাখ লাখ লোকের চিকিৎসা কোনো দেশ দিতে পারেনা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গতদিনের চেয়ে ৩৮ শতাংশ বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ২৩ শতাংশ বেশি।
গত ২৪ ঘন্টায় ৫৬৮৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন। ৮৫ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত হোম কোয়ান্টিনে আছেন।v
একটি মন্তব্য পোস্ট করুন