সোনারগাঁও উপজেলা পৌরসভার দৈলেরবাগ এলাকায় সাতার শিখতে গিয়ে ৩য় শ্রেনীর এক ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায় দৈলেরবাগ গ্রামের হাবীবের মেঝো মেয়েকে তার মা সাতার শেখাতে বড়বাড়ীর পুকুরে নিয়ে যায়,
মেয়েকে সাতার শেখাতে হাওয়া যুক্ত টিউব দিয়ে পুকুরে নামিয়ে দেয় তার মা,
হাতে থাকা টিউব ফসকে ছুটে গেলে মুহুর্তে পুকুরে তলিয়ে যায়,এরপর মেয়েকে না দেখয়ে পেয়ে চিৎকার করে তার মা, পরে আসেপাশে থাকা সবাই খোজাখুজি করলে ভেসে উঠে
ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তরব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরে এ কথা শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে
একটি মন্তব্য পোস্ট করুন