SS TV live
SS News
wb_sunny

Breaking News

ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকদের পি.পি.ই দিলেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম।। সোনারগাঁও সময়।।


নিজস্বসংবাদদাতা,সোনারগাঁও সময়ঃ  সোনারগাঁওয়ের সাংবাদিকদের সুরক্ষার জন্য পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম( পিপিই) দিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
                       

শনিবার সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোনারগাঁওয়ে প্রত্যেক সাংবাদিক সংগঠনকে ৫টি করে এ পিপিই প্রদান করেছেন।


প্রত্যেক সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিরা তাদের এ পিপিই গ্রহন করেছেন। এছাড়াও তিনি পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা সাংবাদিকতায় পেশায় যুুক্ত রয়েছেন তাদেরকেও এককভাবে এ পিপিই প্রদান করেছেন।
                   

পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সোনারগাঁওয়ের সাংবাদিকদের সুরক্ষা প্রয়োজন রয়েছে। অনেকেই করোনার প্রার্দুভাবের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন। তাদের সুরক্ষার জন্য এ পিপিই দেওয়া হয়েছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন