নিজস্বসংবাদদাতা,সোনারগাঁও সময়ঃ সোনারগাঁওয়ের সাংবাদিকদের সুরক্ষার জন্য পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম( পিপিই) দিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
শনিবার সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোনারগাঁওয়ে প্রত্যেক সাংবাদিক সংগঠনকে ৫টি করে এ পিপিই প্রদান করেছেন।
প্রত্যেক সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিরা তাদের এ পিপিই গ্রহন করেছেন। এছাড়াও তিনি পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা সাংবাদিকতায় পেশায় যুুক্ত রয়েছেন তাদেরকেও এককভাবে এ পিপিই প্রদান করেছেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সোনারগাঁওয়ের সাংবাদিকদের সুরক্ষা প্রয়োজন রয়েছে। অনেকেই করোনার প্রার্দুভাবের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন। তাদের সুরক্ষার জন্য এ পিপিই দেওয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন