SS TV live
SS News
wb_sunny

Breaking News

গাইবান্ধা সদর কুপতলা ইউনিয়ন ইউডিসির নিজস্ব অর্থায়নে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য বিতরন জিহাদ হক্কানী


গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়ন পরিষদের ইউডিসির উদ্যোক্তা মোজাম্মেল হক চাঁন মিয়া তার নিজস্ব অর্থায়নে গরিব দুঃস্থ ও অসহায়দের মাঝে ৫ কেজি চাল,২ কেজি আলু,হাফ কেজি ডাল,হাফ কেজি পিয়াজ,হাফ কেজি মরিচ,১কেজি লবন ও একটি করে সাবান প্যাকেট করে বিতরন করেছেন। এ সময়
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কুপতলা ইউনিয়ন কমান্ডার হারুন~ অর রসিদ এন্তাজ,গাইবান্ধা সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক এ জেড.এম আল মুনছুর পলাশ,বল্লমঝাড় ইউপি সচিব মাসুদুর রহমান,খোলাহাটি ইউডিসির উদ্যোক্তা আল আমিন,কামারজনী ইউডিসির উদ্যোক্তা মাহাবুবুর রহমান। এ সময় কুপতলা ইউডিসির উদ্যোক্তা মোজাম্মেল হক চাঁন মিয়া উপস্থিত সবার উদ্দেশ্য বলেন দেশে বর্তমান করোনা ভাইরাস ব্যাপক ভাবে ছড়াচ্ছে।
এ সংকট থেকে প্ররিত্রাণ পেতে হলে সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। প্রয়োজনে এলাকা ভিত্তিক লক ডাউন~ দিতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে বিত্তবানেরা সাধ্যানুযায়ী অসহায়দের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌছে দেয়ার আহ্বান জানান।
পরিশেষে তিনি ৮ নং ওয়ার্ডের চাঁন মিয়ার মোড় ও পাঁচ জুম্মা বাজারের পশ্চিম পার্শ্বে সামাজিক দূরুত্ব বজায় রেখে ২শ জন দুস্থর মাঝে প্যাকেটকৃত খাদ্য বিতরন করেন।

ছবি সংযুক্ত

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন