গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়ন পরিষদের ইউডিসির উদ্যোক্তা মোজাম্মেল হক চাঁন মিয়া তার নিজস্ব অর্থায়নে গরিব দুঃস্থ ও অসহায়দের মাঝে ৫ কেজি চাল,২ কেজি আলু,হাফ কেজি ডাল,হাফ কেজি পিয়াজ,হাফ কেজি মরিচ,১কেজি লবন ও একটি করে সাবান প্যাকেট করে বিতরন করেছেন। এ সময়
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কুপতলা ইউনিয়ন কমান্ডার হারুন~ অর রসিদ এন্তাজ,গাইবান্ধা সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক এ জেড.এম আল মুনছুর পলাশ,বল্লমঝাড় ইউপি সচিব মাসুদুর রহমান,খোলাহাটি ইউডিসির উদ্যোক্তা আল আমিন,কামারজনী ইউডিসির উদ্যোক্তা মাহাবুবুর রহমান। এ সময় কুপতলা ইউডিসির উদ্যোক্তা মোজাম্মেল হক চাঁন মিয়া উপস্থিত সবার উদ্দেশ্য বলেন দেশে বর্তমান করোনা ভাইরাস ব্যাপক ভাবে ছড়াচ্ছে।
এ সংকট থেকে প্ররিত্রাণ পেতে হলে সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। প্রয়োজনে এলাকা ভিত্তিক লক ডাউন~ দিতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে বিত্তবানেরা সাধ্যানুযায়ী অসহায়দের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌছে দেয়ার আহ্বান জানান।
পরিশেষে তিনি ৮ নং ওয়ার্ডের চাঁন মিয়ার মোড় ও পাঁচ জুম্মা বাজারের পশ্চিম পার্শ্বে সামাজিক দূরুত্ব বজায় রেখে ২শ জন দুস্থর মাঝে প্যাকেটকৃত খাদ্য বিতরন করেন।
ছবি সংযুক্ত
একটি মন্তব্য পোস্ট করুন