SS TV live
SS News
wb_sunny

Breaking News

নেত্রকোনায় কৃষকের পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ।



নেত্রকোনা জেলা ছাত্রলীগের পরিশ্রমী কর্মী মোঃ আমান উল্লাহ আমান ও জেলা ছাত্রলীগের সম্মানিত সদস্য সাইফুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে ১০ জন ছাত্রলীগের কর্মী সেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
নেত্রকোনা জেলার সদরের ৫নং ওয়ার্ডের শফিক মিয়া কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
করোনার কারণে শ্রমিক পাচ্ছিলেন না।খবর পেয়ে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দেন।
ছাত্রলীগ নেতা মোঃ আমান উল্লাহ বলেন আমরা জানতে পারি কৃষক শফিক মিয়া করোনা ও শ্রমিকের অভাবের কারণে পাকা ধান কাটতে পারছেন না।
খবর পেয়ে আমি আমার বন্ধু জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম হৃদয় কে ফোন দেই।সে আমার ফোন পেয়ে সাথে সাথেই কয়েকজন ছোট ভাইকে (আর এফ রাসেল,অপি তালুকদার ,আশিক,ফয়সাল) নিয়ে আসে।
আমিও কয়েকটা ছোট ভাই (শাকিল আহমেদ,শেখ নাবিল,আরিফুজ্জামান আরিফ,ইফতি) কে নিয়ে মাঠে যাই।
সারাদিন কাজ করে আমরা ঐ দরিদ্র কৃষকের ২ কাটা জমিনের পাকা ধান কেটে দিতে সম্পন্ন হয়েছি।
জেলা ছাত্রলীগ সদস্য সাইফুল ইসলাম হৃদয় বলেন, আমরা সব সময় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনামতো কাজ করে যাচ্ছি।তিনি আরোও জানান,খোলা মাঠে সূর্যলোকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষিকাজ করা শরীরের জন্যেও ভালো।
কৃষক শফিক মিয়ার মা কে জিজ্ঞসা করলে উনি বলেন,শমিকের অভাবে আমার নাতি আর ছেলেই ধান কাটতে শুরু করলো।হঠাৎ এক যাক ছাত্রলীগ আইয়া আমার ধান কাইট্টা দিয়া গেছে।
আল্লাহ তারারে ভালা রাখুক,সুস্থ রাখুক।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন