SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবেঃ এমপি খোকা - সোনারগাঁও সময়।।

সোনারগাঁও সময়ঃ সোনারগাঁওয়ের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে। খেলার প্রতি যুব সমাজকে উদ্ভুদ্ধ করার জন্য এ খেলার মাঠ করা হবে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার একমাত্র উপায় হলো খেলা। গতকাল রাতে সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট টিভি কাপ ফাইনাল খেলায় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন। 

মাসব্যাপী খেলার এ ফাইনালে সোনারগাঁও থানাকে হারিয়ে সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থা  জয়ী হয়।
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম, সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান,  সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান, সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।

খেলায় ম্যান অব দ্যা  টুর্নামেন্ট হয়েছেন টিপুরদী অগ্রণী ক্লাবে শিমুল। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার খালেক।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন  জাতীয় ব্যাডমিন্টন দলের ৪ বারের চ্যাম্পিয়ন ও সাবেক খেলোয়াড় এনায়েতউল্লাহ খাঁন।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন