SS TV live
SS News
wb_sunny

Breaking News

সিলেটে নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার।সোনারগাঁও সময়



.
সিলেট প্রতিনিধি :: গোলাপগঞ্জ উপজেলার সুরমা নদীতে পায়ে শিকল বাধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

সোমবার (৩০ মার্চ) সকালে গোলাপগঞ্জের বাঘা ইউপির রস্তমপুর এলাকার পাশ দিয়ে প্রবাহিত সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয় জনতা।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের পায়ে একটা শিকল বাঁধা রয়েছে। সেখানে দুটি তালা ঝুলানো রয়েছে। কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। লাশটা দুই-তিন দিনের পুরনো বলে ধারনা করছে পুলিশ। উদ্ধারকৃত লাশের বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে জানিয়েছেন তারা।

গেলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে আসল বিষয় জানা যাবে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন