সোনারগাঁও জামপুর ইউনিয়ন বেলাবো গ্রামের নিরীহ কৃষকের ফসলী জমির মাটি কেটে বিভিন্ন ইটের ভাটায় বিক্রি করছে স্হানীয় ভূমিদস্যুরা।এ বিষয়ে গতকাল দুপুরে দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগীরা। তারা ধারণা করছেন এ অবৈধ মাটি কাটা বন্ধ না করা হলে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এলাকাবাসী আরো বলেন, উপজেলা প্রশাসনকে বারবার অবহিত করার পরও তা আমলে নিচ্ছেন না তারা। মেঘনা বালু উত্তোলন বন্ধ না করার কারনে যেরুপ কিছুদিন পূর্বে একটি হত্যাকান্ড সংঘটিত হয়েছিলো,তদরুপ এ অবৈধ মাটি কাটা বন্ধ না করা হলে এখানেও যেকোনো ধরনের অপ্রিতীকর ঘঠনা ঘটার আশংকা করছেন তারা।
তাই অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্হা নেয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
একটি মন্তব্য পোস্ট করুন