SS TV live
SS News
wb_sunny

Breaking News

মুজিববর্ষে শপথ নিলাম মুজিব আদর্শে রাজনীতি করবোঃ এরফান হোসাইন দ্বীপ - সোনারগাঁও সময়।।


রুবেল মিয়া,সোনারগাঁওঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জম্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁওয়ের কেক কেটে  মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে মুজিববর্ষ উদযাপন  করেন সোনারগাঁওয়ের সাবেক সাংসদ মোবারক হোসেনের সন্তান এরফান হোসাইন দ্বীপ।
মঙ্গলবার (১৭ই মার্চ) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া বাজারে এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় এরফান হোসেন দ্বীপ বলেন,  আমি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছি আমার বাবা ছিলেন একজন সফল সাংসদ। তিনি সর্বদা দেশের কথা চিন্তা করেছেন, তার চিন্তাচেতনায় ছিল দেশ ও দেশের মানুষের উন্নতি যা চেয়েছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু।  আমি মুজিববর্ষে  আমি শপথ নিলাম মুজিব আদর্শে রাজনীতি  করবো।
সভা শেষে কেক কেটে মুজিববর্ষ উদযাপন করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, বিশিষ্ট  সমাজসেবক ও ব্যবসায়ী রবিন আহমেদসহ দূর-দূরান্ত থেকে আগত নেতৃবন্দ ও সর্বস্তরের জনগণ।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন