SS TV live
SS News
wb_sunny

Breaking News

করোনায় গৃহবন্দী মানুষের পাশে দাড়াতে খাদ্যসামগ্রী নিয়ে প্রস্তুত মান্নান মেম্বার।। সোনারগাঁও সময়।।


সোনারগাঁও সময় ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সোনারগাঁওয়ের  পিরোজপুর ইউনিয়নের খেটে খাওয়া মানুষ বেশ বেকায়দায় রয়েছে। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে অনেকের। প্রতিদিনের খাবার সংগ্রহ করতেই হিমশিম খাচ্ছে তারা। এ দুর্ভোগে  গৃহবন্দী অসহায় মানুষের পাশে দাড়াতে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী  পৌছে দিতে প্রস্তুত হচ্ছে পিরোজপুর ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান।
সরেজমিন গিয়ে দেখা যায়,  পিরোজপুর  গ্রামে তার বাসার পাশে নিজ উদ্যোগে ইউপি চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী অসহায় দরিদ্র পরিবারের জন্য চাল, আটা ও আলু প্যাকেট করছেন । দু'দিনের মধ্যেই এই সব খাদ্যসামগ্রী  অসহায় মানুষের কাছে নিজ হাতে পৌছে  দিবেন বলে জানান।

এসময় মান্নান মেম্বার জানান, করোনাভাইরাসের কারণে কাজকর্ম না থাকায় এলাকার খেটে খাওয়া মানুষগুলো কষ্টে আছে। অনেকে লজ্জায় সমস্যার কথা বলছে না। তাদেরও খুঁজে বের করে সহায়তা পৌঁছে দিব। তাছাড়া এ দুঃসময়ে কয়েকটি পরিবারকেও যদি সহযোগিতা করতে পারি এটাই আমার স্বার্থকতা। আমি চাই ক্ষতিগ্রস্ত সবাইকে যেন একটু সুবিধা পারি। সমাজের প্রত্যেক বিত্তবানরা তার আশপাশের দু’একজনের দায়িত্ব নেয় তবে কেউ অনাহারে থাকবে না।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন