করোনা প্রতিরোধে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিন্নীপাড়া যুব সমাজ।
বুধবার বেলা তিনটার সময়
উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাব্দী,ভাটিপাড়া,তবলপাড়া গ্রামে, চাল,ডাল,আলু মুড়ি সহ স্যানিটাইজার, মাস্ক, হাত ধোয়ার সাবান ও হ্যান্ড গ্লাভস সহ
দরিদ্র-অসহায়, ছিন্নমূল ও দোকানদারদের মাঝে করোনা প্রতিরোধে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।।
এবং মরণব্যাধি করোনা ভাইরাস সংক্রমণ হতে বাঁচার লক্ষ্যে সচেতনতামূলক প্রচারপত্রও বিলি করেন তারা।
সোনারগাঁও থানা যুবদলের নেতা আরিফুল ইসলাম জানান, ‘অসহায়-দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দাঁড়িয়েছি।
সমাজের ছিন্নমূল পর্যায় পর্যন্ত করোনা সচেতনতার লক্ষ্যে আমরা প্রচারপত্র বিলি করে বেড়াচ্ছি। মহামারী করোণা থেকে বাঁচতে স্ব-স্ব জায়গা থেকে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে এবং সচেতন থাকতে হবে। তবেই করোনা প্রতিরোধ সম্ভব।’
এ সময় উপস্থিত ছিলেন, বিন্নীপাড়া গ্রামের সাবেক মহিলা মেম্বারের ছেলে ও সোনারগাঁও থানা যুবদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম, ব্যবসায়ী ফয়সাল, আব্দুস সাত্তার, সৌদি প্রবাসী রাসেল মাহমুদসহ আরও উপস্থিত ছিলেন পারভেজ, আনোয়ার, মাহফুজ, নেয়ামুল, মেহেদী প্রমুখ
একটি মন্তব্য পোস্ট করুন