SS TV live
SS News
wb_sunny

Breaking News

সংকটাপন্ন সময়ে সোনারগাঁওয়ের ইউএনও আহার নিয়ে অসহায় মানুষের দুয়ারে।।


নিজস্ব সংবাদদাতাঃ  সোনারগাঁয়ে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘর থেকে বের না হওয়া খেটে খাওয়া মানুষের খাদ্য সংকট দূর করতে বাড়ি বাড়ি ঘিরে খাবার সরবরাহ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।

এছাড়াও করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করে তাদের মধ্যে সাবান, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার, মাক্স প্রভৃতি বিতরণ করেছেন তিনি। আজ শনিবার রাতের আঁধারে এসব কর্মসূচি পালন করেন।
নিবার রাতে সোনারগাঁ পৌরসভার পৌরভবনাথপুর, বাড়ী শ্রীরামপুর, বাগমুছা, বাড়ি শ্যামকুমার সহ কয়েকটি গ্রামের নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে চাল, ডাল, তৈল, আলু, লবন সহ খাদ্য সামগ্রী তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, করোনাভাইরাস আতংকে লকডাউনের নির্দেশনা মেনে চলায় যেসকল দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের আয় উপার্জন বন্ধ হয়ে গেছে তাদেরকে খাবার সরবরাহের জন্য সরকারিভাবে চাউল, ডাল, আলু বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, করোনা থেকে বাঁচতে হলে সচেতনতাই একমাত্র পথ। সবাই সচেতন হয়ে প্রতিরোধে এসব সরঞ্জাম ব্যবহার করলে সুফল পাওয়া যাবে। তাই আমি মানুষকে সচেতন করার পাশাপাশি এসব প্রতিরোধ সরঞ্জাম বিতরণ করছি।



Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন