নিজস্ব প্রতিবেদকঃঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুতি নিয়ে অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।
করোনাভাইরাসের যেকোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত থাকবো এই মর্মে উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম বলেন,সারাবিশ্ব এখন করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে,এ মুহুর্তে আমাদের ভয় পেলে চলবেনা। করোনাভাইরাসের ছোবল থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে জনগনকে সচেতন করার লক্ষ্যে সেফটি ড্রেস পড়ে আমরা অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি আল-মামুন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একটি মন্তব্য পোস্ট করুন