SS TV live
SS News
wb_sunny

Breaking News

জনস্বার্থে পিরোজপুর ইউপি'তে সকল চায়ের দোকানে জনসমাগম সকল আড্ডা নিষেধঃ চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুম


রুবেল মিয়া,সোনারগাঁও সময়ঃ করোনার ভয়াবহতার কবল থেকে মুক্ত থাকার জন্য  সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের সকল চায়ের দোকানে জনসমাগম ও আড্ডা দেয়ার উপর জনস্বার্থে  নিষেধাজ্ঞা জারি করেছে ইউপি চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার  মাসুদুর রহমান মাসুম।
সোমবার( ২৩ মার্চ)  দুপুরে পিরোজপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে  সকল ইউপি সদস্যদের  উদ্দেশ্যে  তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,  এলাকার প্রতিটি দোকানে ও আড্ডা স্থলে আপনারা সবাই নিজ নিজ উদ্যোগে ও জনস্বার্থে  সতর্ক করে দিবেন,  এমন কি চায়ের দোকানে যেন একসাথে দু'জন না বসে।  করোনা ভাইরাস খুব মারাত্মক  ও মরণব্যাধি রোগ এর থেকে আমাদের বাচতে হলে সতর্কতা অবলম্বন  করতে হবে।
প্রয়োজনে যারা আইন লংঘন করবে তাদেরকে  জরিমানা করা হবে।
এ সময় উপস্থিত  ছিলেন,  উক্ত ইউনিয়নের  সচিব  মফিজুর রহমান সুমন, মজিবর মেম্বার, মোশাররফ  মেম্বার, নুরুজ্জামান  মেম্বার, মান্নান মেম্বারসহ সকল ইউপি সদস্যগণ।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন