সরকার করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন কর্মসূচি ও প্রচার-প্রচারনা চালালেও গ্রামের মানুষ তা কর্ণপাত করছেননা।
সারাবিশ্ব করোনা ভাইরাসের মহামারী নিয়ে আতংকে আছে, কিন্তু সোনারগাঁয়ের অলিগলিতে থাকা কিছু চায়ের দোকানে বসে থাকা মানুষের নেই সচেতনতা।
রাস্তায় দোকান খুলতে না পারলেও
সন্ধার পর থেকে মধ্যে রাত পর্যন্ত চলে ভ্রাম্যমান চায়ের দোকানে আড্ডা গ্রামের অলি গলির ভিতরে ভ্রাম্যমাণ চায়ের দোকান বসিয়ে আড্ডায় লোক সমাগম ঘটছে, কিছুতেই থামছে না এই সমাগম, এলাকাবাসীর দাবী গ্রামের অলিগলির ভিতর পুলিশের তৎপরতা জোরদার করতে হবে
সারাদেশে চলছে লক ডাউনের মতো পরিস্থিতি আর এই পরিস্থিতিতে লোকসমাগম করে ভাইরাস আরো বাড়ানোর জন্য আড্ডা খুলে বসেছে গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে সোনারগাঁও উপজেলা মোগরাপাড়া ইউনিয়ন এর পিরোজপুর ইউনিয়ন, বৈদ্যার বাজার ইউনিয়ন, সনমান্দি ইউনিয়ন, ও সোনারগাঁও পৌরসভার অলিগলির ভিতরে গভীর রাত পর্যন্ত চলে মানুষের আড্ডা সব কিছু বন্ধ থাকার সুবাদে এই আড্ডা যেনো রুপ নিয়েছে সমাবেশ এর মতো তাই সোনারগাঁও উপজেলা প্রশাসনের কাছে সচেতন জনগণের আবেদন গ্রামের অলিগলি দোকানগুলোও নির্দেশনার মধ্যে থাকে কিন্তু কোনভাবেই থামানো যাচ্ছে না এর প্রভাব বিস্তার সচেতন এলাকায় বাসি প্রশাসনের হস্তক্ষেপ চায়
একটি মন্তব্য পোস্ট করুন