প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পশ্চিম সনমান্দি যুব সমাজ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল থেকে রাত পর্যন্ত সোনারগাঁও উপজেলার পশ্চিম সনমান্দি গ্রামের বিভিন্ন এলাকার অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেনঃ- রাহুল,রাসেল,মিরাজ,অহিদুল,নূরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাহুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের আহ্বান জানিয়েছেন। তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। প্রাণঘাতী এ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও সনমান্দি যুব সমাজ আরো কিছু কার্যক্রম আছে। পর্যায়ক্রমে এসকল কার্যক্রম চলমান থাকবে। আল্লাহতায়ালা এই দূর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করুন।
একটি মন্তব্য পোস্ট করুন