সোনারগাঁও সময়ঃ সোনারগাঁওয়ের কাঁচপুরে একটি বাসায় চুলার সৃষ্ট আগুন থেকে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ দম্পতি হলেন- আশরাফুল ইসলাম (৩৫) ও রুজিনা আক্তার (৩০)।
জানা যায়, দগ্ধ দম্পতি কাঁচপুর সোনাপুর এলাকায় একতলা বাসায় ভাড়া বসবাস করেন। আশরাফুল মদনপুর এলাকায় একটি কারখানায় নিরাপত্তা পহরি ও রুজিনা আদমজী গার্মেন্টসে হেলপার হিসেবে চাকরি করেন।
ভোরে রুজিনা রান্নাঘরে চুলায় ভাতের হাড়ি বসিয়ে বাথরুমে যান। আর তার স্বামী ঘুমিয়ে ছিলেন। তখন হঠাৎ রুমে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। বাসায় তারা দুইজনই ছিল।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আশরাফুলের শরীরে ৭৩ ও রুজিনার ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ আফরাফুলের ভাতিজা আক্তারুজ্জান জানান, তিনি ঢাকায় থাকেন। সকালে দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে এসেছেন। তাদের বাড়ি রংপুর কোতোয়ালি থানা এলাকায়।
একটি মন্তব্য পোস্ট করুন