নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন সাইদুল ইসলাম।১ মার্চ রোববার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী দপ্তরে তিনি তার দায়িত্ব বুঝে নেন।
ইউএনও সাইদুল ইসলামের যোগদানের পর সদ্য উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল মামুনসহ অফিসের সকল কর্মচারীগণের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।সাইদুল ইসলাম ৩০ তম বিসিএস ক্যাডার অফিসার। ২০১২ সালের ৩ জুন তিনি সহকারি কমিশনার হিসাবে জয়পুরহাট প্রশাসনে তার কর্ম জীবন শুরু করেন।
জানতে চাইলে সাইদুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় সোনারগাঁ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। তিনি বলেন, সোনারগাঁয়ের সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের নিয়ে একটি সুখি সমৃদ্ধ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
একটি মন্তব্য পোস্ট করুন