রুবেল মিয়া, সোনারগাঁওঃ গতকাল শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউপি'র চান্দেরচক গ্রামের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আবুল কাসেম নামের এক লোক বাসা থেকে বের হলে রাত হয়ে গেলে ও তাকে খুজে না পেয়ে বিভিন্ন ভাবে সন্ধান করে তার পরিবার। পরিশেষে নিরুপায় হয়ে সোনারগাঁও সময়কে অনুরোধ করে একটি সংবাদ প্রকাশে। মানবিক দিক বিবেচনা করে "মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে খোঁজছেন তার পরিবার " এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে সোনারগাঁও সময়।
প্রকাশিত নিউজের পর পরই নবীগঞ্জ ঘাট থেকে কেউ একজন সংবাদটি পড়ে উল্লেখিত নাম্বারে ফোন দিয়ে বৃদ্ধ আব্দুল মালেকের সন্ধান দেন।
এই সময় তার পরিবার ফোন করে সোনারগাঁও সময়" পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন