সোনারগাঁও সময়ঃ সোনারগাঁয়ে উপজেলার সাদিপুর গ্রামের ব্যবসায়ী আলী হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি গভীর রাতে ডাকাত দল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে।
উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের ব্যবসায়ী আলী হোসেনের বাড়িতে বুধবার রাত ৩-টায় ১০-১২ জনের মুখূষধারী ডাকাত দল প্রথমেই অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত পা বেধে আলমারিতে থাকা ৯ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসানউল্লাহ।তিনি বলেন, ঘটনাস্থল তদন্ত করে আলামত সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সকলের বক্তব্য নেয়া হয়েছে । জড়িত ডাকাতদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
একটি মন্তব্য পোস্ট করুন