সোনারগাঁও সময়,রুবেল মিয়াঃ ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্ন ব্যাডমিন্টন মাঠে।
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন, সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
টুর্নামেন্টে ১৫টি দল অংশ নিচ্ছে। সকল খেলা প্রেমীদের খেলা দেখার আমন্ত্রন জানিয়েছেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার ও সাহিত্য ক্রীড়া সম্পাদক মশিউর রহমান।উদ্বোধনী খেলায় সোনারগাঁ থানা বনাম সোনারগাঁও রিপোর্টাস ক্লাব এবং মোগরাপাড়া বন্ধু মহল বনাম সুবর্ণ ইন্টারন্যাশনাল লিমিডেট প্রতিযোগীতা করবে।
একটি মন্তব্য পোস্ট করুন