সোনারগাঁওসময়ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোকিত বাড়ি মজলিসের উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি সোমবার সকালে“মাদক ছাড়ো কলম ধরো সমাজটাকে রক্ষা করো” এই শ্লোগানকে সামনে রেখে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সামাজিক সংগঠন আলোকিত বাড়ি মজলিস এর সভাপতি আসাদ প্রধানের সভাপতিত্বে মাদক বিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ দাস, আওয়ামীলীগ নেতা আব্দুল করিম, আলোকিত বাড়িমজলিসের সদস্য ও ব্যবসায়ী মনির হোসেনস-সহ এলাকায় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি আরিফ মাসুদ বাবু বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তিই একটি পরিবারকে ধ্বংস করতে পারে।তিনি বলেন,সবাইকে এবিষয়ে সচেতন হতে হবে। সোনারগাঁয়ে কাউকে মাদক ব্যবসা করতে দেয়া হবে না,সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন