সোনারগাঁও সময়ঃ সোনারগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন আব্দুল মালেক নামের এক বৃদ্ধকে খোঁজে পাচ্ছেনা তার পরিবার।
উপজেলার পিরোজপুর ইউ.পি এর চান্দেরচক গ্রামের নিজ বাড়ি থেকে(১৫ই ফেব্রুয়ারি) শনিবার দুপুরে বের হলে সন্ধ্যা হওয়ার পরেও বাসায় না আসলে তাকে খোঁজতে থাকে তার আত্মীয় স্বজনরা।
ভারসাম্যহীন বৃদ্ধা আব্দুল মালেকের পড়নে লুঙ্গী আর সোয়েটার, চুল ও দাড়ি রং সাদা বলে বর্ণনা দিয়ে তার পরিবার।
যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
মোবাইল নাম্বার ঃ 01848202040
01877777307
একটি মন্তব্য পোস্ট করুন