নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার। সোনারগাঁও পৌরসভার এরিয়া বাংলাদেশ লোকও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা
হয়েছে। বুধবার সকালে এ স্থাপনা উচ্ছেদ অভিযোগ চলছে। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার
( ভূমি) আল মামুনের নেতৃত্ব এ স্থাপনা উচ্ছেদ করা হয়।
আগামী ১৪ জানুয়ারি শুরু হওয়া লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মেলায় যানজট মুক্ত রাখতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করে যান চলাচলের সুবিধা করে দেয়া হচ্ছে।
গত ৫ জানুয়ারি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মেলার মতবিনিময় সভায় বক্তারা যানজট নিরসনে উদ্যােগ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন। এসময় নারায়ণগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুর রহমান খাঁন উপস্থিত ছিলেন। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন