SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁও থানায় বদলীর হিড়িক।সোনারগাঁও সময়

সোনারগাঁও সময়ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ৬ জন উপ পরিদর্শক ও ৫ জন সহকারী উপ পরিদর্শকসহ মোট ১১ জনের বদলীর হিড়িক  পরেছে । সোনারগাঁ থানায় এই প্রথম  এক সঙ্গে এতো এসআই ও এএসআইদের অন্যত্র বদলী করা হলো।
নারায়নগঞ্জ জেলায় নব যোগদানকারী পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম স্মাক্ষরিত এক চিঠিতে এ বদলীর আদেশ দেয়া হয়।বদলীপ্রাপ্ত উপ পরিদর্শকরা হলো সেকেন্ড অফিসার মাসুদ রানা,এস আই আবুল কালাম আজাদ, তাহিদুল্লাহ, রাজু মন্ডল, হাবিব ও আপন কুমার মজুমদার।
সহকারী উপ পরিদর্শকরা হলেন, নারায়ন ভৌমিক, নাজমুল হুদা, হাওলাদার ওমর, শাহীন উল্লাহ ও মিজানুর রহমান।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন