SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ে পুলিশ চেকপোস্টের সামনে খুন।- সোনারগাঁও সময়।।


সোনারগাঁও সময়ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  পুলিশ চেকপোস্ট সামনে খুনের ঘটনা ঘটছে।
 শনিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের আষাঢ়িয়ারচর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে  ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয় কাভার্ড ভ্যান হেলপার।
নিহত হেলপার সাগর(৩০) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছবিরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে মালবাহী একটি কাভার্ড ভ্যান গত শনিবার রাতে নরসিংদী যাচ্ছিল।  পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় পুলিশ চেকপোস্ট সামনে অতিক্রমকালে কাভার্ডভ্যান এর চালক ও হেলপার প্রকৃতির ডাকে সাড়া দিলে কাভার্ডভ্যান রাস্তার পাশে থামায়। তারা দুজন কাভার্ড ভ্যান থেকে নেমে আসলে  ছিনতাইকারীর দল তাদের আটকিয়ে প্রথমে হেলপার সাগরকে কয়েকটি ছুরিকাঘাত  করে। ছুরিকাঘাতে তার পেটের বুড়ির কিছু অংশ বেরিয়ে যায়। এসময় চালকেও ছুরিকাঘাত করে। ছিনতাইকারীর কবলে পড়া হেলপার ও চালকের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ছিনতাইকারী দল পালিয়ে যায়। ঘটনাস্থলেই হেলপার মারা যায়। আহত অবস্থায় চালককে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করে। 
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ শরীফ ছিনতাইয়ের কবলে পড়ার ঘটনা স্বীকার করে বলেন নিহত হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন