SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ের নাহিদ সুলতানা জুবলী হাইস্কুলে বই বিতরণ উৎসব।। সোনারগাঁও সময়।

সোনারগাঁও সময় ( রুবেল মিয়া)ঃ মানবতা,শৃঙ্খলা, প্রগতি এই স্লোগানকে সামনে রেখে  সোনারগাঁওয়ে আধুনিক  ধারার  ব্যাতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান  নাহিদ সুলতানা জুবলী মেমোরিয়াল  হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের  মাঝে বই বিতরণ অনুষ্ঠিত  হয়েছে।
১লা জানুয়ারি (বুধবার) উপজেলার পিরোজপুর  ইউনিয়নের  পিছনে জৈনপুর বালুর মাঠে অবস্থিত ডিজিটাল বাংলাদেশে স্বশিক্ষিত জাতি গঠনের কারখানা হিসেবে জনপ্রিয় এ স্কুলের নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠিত  হয়। 
স্কুলের প্রধান শিক্ষিকা মেহেরুন্নেসা দোলনের  সভাপতিত্বে  এলাকার বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে স্কুলের কোমলমতি  ছাত্রছাত্রীদের বই বিতরণ  করা হয়।  
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত  ছিলেন,  বিদ্যালয়ের  শিক্ষক নাজমুল হাসান, শ্যামল আহমেদ, শাহরিয়ার হাসান, সোহেল সবুজ,  যাইনুল আবেদীন,  মোঃরাকিব,  লাকি আক্তার,  শবনম, তারানা শারমিন, কামরুন্নাহার, নিলুফা সহ  অবিভাববৃন্দ।  

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন