রুবেল মিয়া, সোনারগাঁওঃ মাদক কে না বলো, মাদক ছাড়, খেলা ধরো। কলম ধরো, জীবন গড় এই স্লোগানে পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে ঐতিহ্যবাহী ক্রিড়া সংগঠন পিরোজপুর মিলিনিয়াম ক্লাব( P.M.C) এর ২০ বর্ষপূর্তিতে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৭ই জানুয়ারি) রাত ৮ ঘটিকায় ছালামত প্রধানের বাড়ির সংলগ্ন বালুর মাঠে ২০ দলের মধ্যে P.M.C লগো সম্বলিত জার্সি বিতরণের মাধ্যমে টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়।
P.M.C এর তত্তাবধানে খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন, তাসিন মোবাইল সপের কর্ণধার মোঃদুলাল মিয়া ও হাফিজুল।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী বাচ্চু মিয়া, পিরোজপুর ইউপির সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সাত্তার, আওয়ামী নেতা মাহফুজর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এ সময় আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে প্রতিপাদ্য বিষয় ছিল, পিরোজপুর ইউনিয়নকে মাদকের কুফল ও প্রতিকার সম্পর্কে অবহিত করা। এই খেলার মাধ্যমে এলাকার যুবকদের নেশার মতো বিষাক্ত ছোবলের কবল থেকে রক্ষা করা। খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলে পিরোজপুর ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়নে সোনারগাঁওয়ে রোল মডেল করে তোলা।
এ সময় আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে প্রতিপাদ্য বিষয় ছিল, পিরোজপুর ইউনিয়নকে মাদকের কুফল ও প্রতিকার সম্পর্কে অবহিত করা। এই খেলার মাধ্যমে এলাকার যুবকদের নেশার মতো বিষাক্ত ছোবলের কবল থেকে রক্ষা করা। খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলে পিরোজপুর ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়নে সোনারগাঁওয়ে রোল মডেল করে তোলা।
একটি মন্তব্য পোস্ট করুন