SS TV live
SS News
wb_sunny

Breaking News

মেঘনা থানায় দেড় কেজি গাঁজাসহ ৫ জন গ্রেফতার।

মেঘনা থানায়   দেড় কেজি গাঁজাসহ ৫  জন গ্রেফতার।

কুমিল্লা মেঘনা থানা ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে  গ্রেপ্তার করা হয় ।

মেঘনা থানার এসআই আব্দুস সাত্তার,সঙ্গী অফিসার আবুল খায়ের ভূঁইয়া,পি এস আই তরিকুল ইসলাম, পিএসআই মোহাম্মদ রুহুল আমিন, এ  এসআই আলমগীর হোসেন, এ  এসআই সাজ্জাদ হোসেন, ও সঙ্গীয় ফোর্স মুহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান,মোঃ জজ মিয়া, মোঃ আলমগীর হোসেন,মোঃ তাজুল ইসলাম,  মোঃ মজিবুর রহমান,আনোয়ারুল হক, আবু সাদেক,এবং নারী তাহমিনা বাহার সর্ব থানা মেঘনা কুমিল্লা।

এর নেতৃত্বে মোঃ সবুজ মিয়া ৩৯ পিতা মোঃ কেরামত আলী মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন ৩৬  স্বামী মোঃ সবুজ মিয়া  উভয়  ঠিকানা শিকির গাও  মানিকারচর
মোঃ মিলন মিয়া ৪২ পিতা মৃত আম্মু মিয়া ঠিকানা ব ড় ন য়া গাও পানাই বাড়ি মোঃ সোহাগ মিয়া পিতা মৃত আবুল হাশেম নোয়াগাঁও সর্ব থানা  মেঘনা জেলা কুমিল্লা তাদেরকে গ্রেফতার করা হয়।

 গত 15 -1 -2020 রাত অনুমান 22:30 ঘটিকার সময় তাদেরকে 1 কেজি 600 গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে তল্লাশি করে 25 পিস ইয়াবা পাওয়া যায় মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান যে, আসামিদের নামে মামলা হয়েছে মামলার নাম্বার ৬ তারিখ ১৬/১/২০২০

অন্যদিকে এসআই আব্দুস সাত্তার সঙ্গীয় ফোর্স এ এস আই আলমগীর হোসেন এএসআই সাজ্জাদ হোসেন গত 15 -1- 2020 বিকাল 15 টা 45 মিনিটে পাঁচশত গ্রাম গাঁজাসহ মোহাম্মদ নাসির উদ্দিন গ্রেপ্তার করেন তিনি মেঘনা থানার সাতানি গ্রামের মৃত আজমত আলী ছেলে তার বিরুদ্ধেও মেঘনা থানায় মামলা হয়েছে মামলা নম্বর পাস 15-1-2019

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন