SS TV live
SS News
wb_sunny

Breaking News

এক গাছে দেখা মিললো ২০ মাথার ফুলকপির

খাগড়াছড়ির পানছড়িতে এক কৃষকের জমিতে ছোট বড় মিলে প্রায় বিশের অধিক ফুল দেখা গেছে একটি কপিতে। উপজেলার তালুকদার পাড়ার কবির আহাম্মদের ছেলে আমিনুল হকের জমিতে এই ফুলকপিটি পাওয়া যায়। 

পানছড়ি বিজিবির ক্যাম্প এলাকার অক্ষয় মেম্বার পাড়া সড়কের পাশের জমিতেই দেখা মেলে বিশ মাথার ফুলকপিটির। 
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন শেখ জানান, তিন মাথা, চার মাথার কপি দেখতে পাওয়া গেছে। কিন্তু বিশ মাথার কপি এই প্রথম। ওক্সিন হরমোনের প্রভাবে এমনটি হতে পারে বলে তিনি ধারণা করছেন। 
কৃষক আমিনুল জানান, ষাট শতক জমিতে কপি চাষ করেছি যার মধ্যে বিশ মাথা ও ছয় মাথার দুটি কপি নজরে পড়ে। দীর্ঘ বছর চাষাবাদ করলেও এমন বিরল কপি আগে কখনো দেখিনি।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন