SS TV live
SS News
wb_sunny

Breaking News

সরকারি কর্মচারী ক্লাবের বর্ষপূঞ্জির মোড়ক উন্মোচন।।সোনারগাঁও সময়


সোনারগাঁও সময়(রুবেল) : সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সরকারি কর্মচারী ক্লাবের বর্ষপূঞ্জি-২০২০ মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার অডিটোরিয়ামে  সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন স্থানীয় সাংসদ  লিয়াকত হোসেন খোকা।
প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, সরকারি কর্মচারীদের  এই অনুষ্ঠানকে আমি স্বাগত  জানাই, এমন একটি অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আমি চাই সবাই এক হয়ে সোনারগাঁওয়ের জনগণের সেবা করার জন্য একাত্বতা প্রকাশ করবেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি। বক্তব্য রাখেন সোনারগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সরকারি কর্মচারী ক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, উপজেলা পিআইও সাইফুল ইসলাম। দপ্তর সম্পাদক ওমর ফারুকের কোরান। আরো উপস্থিত ছিলেন নিখিল চন্দ্র বিশ্বাস।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন