সোনারগাঁও সময়ঃ পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক ভূইয়ার কন্যা সাফল্যের ধারা অব্যাহত রাখতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় জিপিএ -৫ পেয়ে উর্ত্তীণ হয়েছে।
মঙ্গলবার( ৩১ ডিসেম্বর) দুপুর ২ঃ৩০ টায় সমাপনী পরিক্ষার প্রকাশিত ফলাফলে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আইরিন সুলতানা পঞ্চম শ্রেনী থেকে জিপিএ-৫ পেয়ে সাফল্যের প্রথম ধাপ অতিক্রম করে।
এই ব্যাপারে পিরোজপুর ইউনিয়ন জাতীয়পার্টির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক ভূইয়া জানান, আমি অত্যন্ত খুশি যে আমার একমাত্র ছোট মেয়ে আজ সাফল্যের প্রথম ধাপ অতিক্রম করেছে ও আমার মুখ উজ্জ্বল করেছে। বাবা হিসেবে আমি আজ গর্বিত । আমার মেয়ে আইরিন সুলতানার জন্য সবাই দোয়া করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন