সোনারগাঁও সময়ঃ সোনারগাঁও উপজেলার পৌরসভা এলাকার মসজিদে একাধিকবার চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
২১ শে ডিসেম্বর (শনিবার) বাদ এশারের সময় পৌরসভার থানা রোড সংলগ্ন দৈলেরবাগ জামে মসজিদে পর পর তিন বার চুরির ঘটনা ঘটে এ ব্যাপারে মসজিদের ইমাম আবুল কালাম সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মসজিদের ইমাম জানান, রাতে এশার পড়ার মাঝামাঝি এক লোক মুয়াজ্জিনের রুমে ঢুকে হজ্বের টাকাসহ অন্যান্য জরুরি জিনিসপত্র নিয়ে যায়।
এ সময় মুয়াজ্জিনের আসার টের পেয়ে লোকটি বের হয়ে আমাদের মুয়াজ্জিনের সামনে পরে,মুয়াজ্জিন ধরতে চেষ্টা করলে তাকে পেটের মধ্যে এলোপাতাড়ি ঘুষি মেরে পালিয়ে যায়। এর আগেও আরো দুইবার মসজিদে এমন চুরির ঘটনা ঘটে। পূর্বে আমি এই ব্যপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
এদিকে, বারংবার একই মসজিদের চুরি হওয়ায় মসজিদের সার্বিক তত্ত্বাবধানে থাকা বাচ্চু প্রধান এর তীব্র নিন্দা ও জড়িতদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী করেন।
চুরির এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, একই ব্যাক্তি বারবার এই চুরির সাথে লিপ্ত, যেহেতু আমাদের এই মসজিদটি উপজেলার পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত তাই আমরা মসজিদ কমিটির কাছে নিরাপত্তা জোরদারের দাবী জানাই।
একটি মন্তব্য পোস্ট করুন