নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাত ও পা কাটা অজ্ঞাত (১৮) এক কিশোরীর লাশ উদ্ধার করছে পুলিশ। আজ (৪ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের কাদিরনগর এলাকার ঝোপ থেকে এ লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার (ওসি) মনিরুজ্জামান।
সোনারগাঁও থানার (ওসি) মনিরুজ্জামান জানান, উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের পিয়ার নগর এলাকার রাস্তার পার্শ্বের ঝোপের ঝাড়ে অজ্ঞাত একটি লাশ দেখতে পায় এলাকাবাসী পরে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাত ও পা কাটা অজ্ঞাত (১৮) এক কিশোরীর লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারনা করা হচ্ছে কে বা কারা ৪/৫ দিন পুর্বে হত্য্ করে লাশটি নির্জনস্থানে ফেলে গেছে । কিভাবে হত্যা করা হয়েছে সুরাতহাল রিপোর্ট আসলে বলা যাবে। আজ রাত নয়টা পর্যন্ত নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন