সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ ফাউন্ডেশন উদ্যোগে জুনিয়র বৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (১ লা অক্টোবর) মঙ্গলবার বিকেলে সোনারগাঁ উপজেলা অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার রাজস্ব মো. নুরুন্নবী। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীম উদ্দিন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রেহেনা আক্তার, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল হুসেইন, সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল প্রমুখ। পরে সোনারগাঁয়ের ৩১ টি স্কুলের ৮১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন