SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে কাজের মেয়েকে সাপের তাড়া,৪৮টি গোখড়া সাপের বাচ্চা উদ্ধার করলো সাপুড়ে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ বারদী আলগীরচর গ্রামের সাদেকুর রহমানের একটি বসত বাড়ী থেকে ৪৮টি গোখড়া সাপ পাওয়া গেছে। এঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বাড়ীর মালিক ব্যবসায়ী সাদেকুর রহমান জানান, দুই দিন পূর্বে বাড়ীর পোষা বিড়াল লেবু গাছের নিচে মৃত অবস্থায় পরে থাকতে দেখে গৃহকর্তীর সন্দেহ হয়। পরের দিন কাজের মেয়ে উঠান ঝাড়– দিতে গেলে সাপের ৩টি ছোট বাচ্চা তাকে তাড়া করে। এঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ীর মালিক সাদেকুর রহমান রুপগঞ্জের তারাব এলাকা থেকে মোস্তফা নামে এক সাপুড়েকে ডেকে আনে। সাপুড়ে সাদেকের বাড়ীর লেবু গাছের পাশের ইটের স্তুপের নিচ থেকে ৫/৬ হাত লম্বা একটি মা সাপ সহ ৪৭টি গোখড়া (খইয়া পানস) সাপ উদ্ধার করে। সাপ গুলো সাপুড়ে মোস্তফা তার জিম্মায় নিয়ে যায়। এঘটনা এলাকায় ছড়িয়ে পরলে সাপ দেখতে সাদেকের বাড়িতে শত শত লোক ভীড় করে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন