গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলায় বাসচাপায় তাজুল ইসলাম (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বালুয়াকান্দি এলাকায় এ দূর্ঘনা ঘটে।
নিহত তাজুল ইসলাম (তাজু) গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো: কবির হোসেন খান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় রোবার সকাল দশটায় ঢাকাগামী মতলব এক্সপ্রেস (ঢাকা মেট্টো- ব ১৪- ৪২১৬) একটি বাস তাজুল ইসলামকে চাপা দিলে ঘটনার স্থলেই লোকটি নিহত হয় খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ ঘাতক বাসটি আটক করে।
একটি মন্তব্য পোস্ট করুন