নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার মাছ বাজার থেকে ফরিদা বেগম ওরফে সবুজাকে ৪০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। সোমবার রাতে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজ উদ-দৌল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪০০ পিস ইয়াবা সহ ফরিদা বেগম ওরফে সবুজাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফরিদা বেগম সবুজা সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকার কামাল হোসেনের স্ত্রী। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন