SS TV live
SS News
wb_sunny

Breaking News

দুদিনেই সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৭ জন।

ঈদের সময় মহাসড়কে বেড়ে যায় সড়ক দুর্ঘটনা। বাড়তেই থাকে মৃত্যুর মিছিল। অনেকের আনন্দের ঈদযাত্রা পরিণত হয় শোকযাত্রায়। গত দুদিনেই সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৭ জন।

বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির তথ্য মতে, ২০১৬ সালের ঈদের সময় ১২১টি সড়ক দুর্ঘটনায় ১৮৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭৪৬ জন।
২০১৭ সালের একই সময়ে ২০৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হয় ২৭৪ জন, আহত হয় ৮৪৮ জন।
আর ২০১৮ সালে একই সময়ে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত হয়েছেন এবং ১ হাজার ২৬৫ জন আহত হয়েছেন।
বিশেষজ্ঞের মতে, ঈদের সময় সড়কে গাড়ির গতি ও যানবাহনে বিশৃঙ্খলা বেড়ে যায়। সাথে বেড়ে যায় অবৈধ যানবাহন এবং অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের সংখ্যা। যার কারণে বাড়ছে দুর্ঘটনা।
বুয়েটের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, ঈদের সময় দেখা যায় শহরের বাইরে থেকে, অন্য রুটে চলে যেসব গাড়ি সেগুলো চলে আসে। অনেক আনফিট গাড়ি, পুরনো গাড়ি চলে আসে। ড্রাইভারদের ওপর চাপ থাকে। আবার ট্রাফিক পুলিশের সংখ্যা কম থাকে। ফলে যার যার মতো গাড়ি চালায়।
তিনি আরও বলেন, মহাসড়কগুলো মেরামত করা হলেও দুর্ঘটনা রোধে নেয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ। সাইফুন নেওয়াজ বলেন, আমরা রাস্তা বানাই কিন্তু রাস্তা নিরাপদ করতে যা করা দরকার আমরা তা করি না।
দুর্ঘটনা রোধে যাত্রী, চালক এবং সংশিষ্ট সবাইকে সচেতনতারও আহ্বান জানান তিনি। 

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন