SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ে জাতীয় শোকদিবসে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সাংসদ ও উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন ।

সোনারগাঁও প্রতিনিধি (রুবেল খান):  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ববঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম্র   শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা ও উপজেলা প্রশাসন। 
বৃহস্পতিবার  (১৫ আগষ্ট) সকাল ৯টায়  বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর) চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে তারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 


এসময় উপস্থিত ছিলেন, সাংসদ লিয়াকত হোসেন খোকা এমপি,  সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা সুলতানা হক,  উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওসমান গনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা নাজমুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।    

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন