SS TV live
SS News
wb_sunny

এই মুহুর্তে

সবাইকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন সোনারগাঁও সময়ের প্রকাশক ও সম্পাদক মো: রুবেল খান

ঈদুল আযহা উপলক্ষে সবাইকে ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও সময়ের প্রকাশক ও সম্পাদক মো: রুবেল খান।
তিনি বলেন, আত্মত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার মহোৎসব ঈদুল আযহা বয়ে আনুক অনাবিল শান্তি। দুর হয়ে যাকমানুষে–মানুষে বিভেদ। কিছু মুর্হুতের জন্য হলেও থমকেযাক সকল রাগ–অনুরাগ কুপমন্ডুকতা। নির্বাসিত হোকসকল আধাঁর, আলোয় আলোকময় হোক পৃথিবী।অগনন সুহৃদের প্রতি অবারিত শুভেচ্ছা। সবাইকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা।
সবার জীবনেকে ঈদের ন্যায় অব্যাহতভাবে স্পর্শ
করুক এ কামনা করছি, ঈদ মোবারক।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন